কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

সুদীপ্তা চ্যাটার্জি

অসুখ

রোদের মেখলা আঁচল ধরে দিন যায়
আঁধার নামে বনজ্যোৎস্নার সিঁড়ি বেয়ে
নির্বাক সাত টি তারা প্রশ্নচিহ্ন আঁকে
উদাস শূন্যতায়..
ডানার ছায়া মেলে হর্নবিল মা
সুরক্ষিত কোটরে ...
ছায়া ছায়া অসুখ ছোটে রক্তকণিকায়
স্বপ্নের ভেতর দানা বাঁধে আরেক স্বপ্ন
দুরগামী ট্রেন ফেলে যায় চতুষ্কোণ ছবি
চোখের সীমানায় ...
খুলতে থাকে গুম্ফার গোপন দরজা
ওষুধ ঘুমে...
পবিত্র মন্ত্রের একটানা অবশ সুরে
ডুবতে থাকে নীলাভ প্ররোচনা
মেঘের পর্দার আড়ালে হাসে ঈশ্বর
আনমনা ভোর...
মুখর হয় শিশুদের কলতানে ...।।

1 টি মন্তব্য: