কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

কাজরী তিথি জামান

স্নাণু কিংবা অস্থিরতা

আমি আজ আমার নাম বলবো না।
তুমি উল্টে যাওয়া নৌকো দেখে
‘পাহাড়’ নামে ডাকো; তুমি সবুজ গাছে’
পাতায় পাতায় নবীন খাঁজে খাঁজে
সযত্নে ‘হৃৎপিন্ড’ লুকিয়ে রাখো—
বলো, “ভা—লো—বে—সে—ছি ”..........
সাগরে আবারও ঢেউ ভাঙ্গে,
দ্বীপ জন্মে,
আবার ও বসতি---
পুত্র,কন্যা,জায়া,পতি’
ইত্যাদি.......ইত্যাদি........
তবে, আমি আজ আমার নাম বলবো না !
পাইন পাতায় ঠিকানা লিখে,
তর্জনী চুঁয়ানো জলে,
এবার আমি ‘কাগজের নৌকো’ ।
ভিজে ভিজে কোন এক ডাঙায়
মুখ গুঁজে,মুখ গুঁজে,....ফিসফিস বলবো,
ভালোবাসি’.......ভালোবাসি’.....
.
জলে; জলে এবং জলে আকণ্ঠ নিমজ্জন !
বলতো ? এবার শুনতে পেলে ?
শুনতে পেলে –আমার অসমাপ্ত গর্জন??
 
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন