কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

রবি

ইসকুলে যাইবার কাম নাই 

আকাশের বাউ দেইখাই আমার কইলজাডারে মানা করছিলাম
আইসকা ইসকুলে যাইবার কাম নাই
হে আমার কথা হুনলনা চোখ ঘুরাইয়া উল্ট আমারে কইয়া গেল
...

হের নাকি ইনপুতেন কেলাস আছে ।
আমার ছিড়া শাড়ির আঁচলডা কইলজাডার মাথায় দিয়া কইসিলাম
বৃষ্টির জল মাথায় লাগাস না ঠান্ড লাগবো ,
হে হাতে টুকরাটা লইয়াই যাই মা কইয়া দউরাইয়া ঘর থেইকা বাইর হইছিল
আমি নিচা সরে কইছিলাম কইলজা যাই কইতে নাই আই কও কইলজা আমার সুনার কইলজা ।

হেই কইলজাডাই ফিরা আইলো ঠিকি

কিন্তু কাপড়ের নিচের কাপরেও রক্ত মেখে
এক দল নরপিশাচ ক্ষ্যান্ত হয় নাই,
কইলজাডারে এক্কে বারে জনমের মতো মাইরা লাইলো
 
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন