কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

শাশ্বত ব্যানার্জী


যাত্রা

গভীর রাতের ট্রেনগুলো অনেক অনেক বড়ো
আমার প্রপিতামহ থেকে শুরু করে
যেন সন্তানসন্ততি অবধি নিঃশব্দে চলে যায়

ঝম্‌ঝম্‌ ঝম্‌ঝম্‌ ... ধুলোর ঘূর্ণি খানিক ভেসে থাকে
হাওয়ায়, জনমানবহীন প্ল্যাটফর্ম
ঘুরতে ঘুরতে তারা আসে
একাকী আমার মুখের ওপর
জমা হয়।

হাজার হাজার বছরের ধুলোজমাট মুখ
চেয়ে দেখে ঝম্‌ঝম্‌ ঝম্‌ঝম্‌ ... স্টেশনের সোনাঝুরি কাঁপিয়ে
নিঃসঙ্গ ভিখারির ধু ধু বীর্যপাত কাঁপিয়ে
চলে যাচ্ছে পাতালখনিজের দেশ থেকে উঠে আসা ট্রেন
ওই মহাশূন্যের দিকে
গ্রীক দেবীর স্তন থেকে ওখানে বিন্দু বিন্দু ছড়িয়ে পড়েছে আলো

তারা তারা তারা
ঝম্‌ঝম্‌ ঝম্‌ঝম্‌ ওই ট্রেনের ভেতর চুপচাপ
মায়াখনিজমাখা আমার অপার্থিব আত্মীয়েরা যায় ...


২টি মন্তব্য:

  1. আসলে কমেন্ট করা যায় না অসাধারন কোন কিছুতে । মন্ত্রমুগ্ধের মত শুধু দেখতে হয় – পড়তে হয় । তোমার ভাই ভাষাজ্ঞান যেমন সুন্দর তেমন সুন্দর অভিব্যক্তি।খুব সুন্দর ।।

    উত্তরমুছুন