প্রজন্মে বিস্তৃত এক এপিটাফ
হৃদয়ে অবিরত বাহিত এক উন্মত্ত প্রেম ,
আনবিক কণায় ভাসমান লেলিহান দাবানল ।
অস্থি মজ্জা কে উপড়ে ফেলে
সৃষ্টি হল এক নিগূঢ় প্রেম গাঁথা –
অর্ধমৃত অবয়ব নিয়ে
নিকোটিনে সুখ টান দেয়
পরে থাকা এক এপিটাফ ।
আগুনের তাপে আঙুল সেঁকে
পান করে এক তরল নীল-
ভীষণ জ্বালায় দগ্ধ হতে হতে
শেষ প্রান্তে এসে জানিয়ে যায়
প্রেমের ব্যাকুল আকাঙ্ক্ষা –
এই আকাঙ্ক্ষা বুকে নিয়েই
ফুরিয়ে যায় এক সবপ্নভঙ্গের মত –
প্রেম তবুও ভাসমান
ভবিষ্যৎ প্রজন্মে ,
জিনের রেশ ধরে
ওষ্ঠে লেগে থাকে অর্ধসমাপ্ত চুম্বন ।
শরীরের মাদকতা বেয়ে
নিঝুম রাতে বেয়ে আসে
উত্তাল শরীরী ঘ্রাণ ।
অন্ধকারের ভাঁজে ভাঁজে
চোখ দুটি খুঁজে বেড়ায়
শুধুই সেই ফেলে আসা প্রেম কে।
তবুও বাঁধা দেয় থমকে থাকা সমাজ –
সমাজের জাঁতা কলে আস্টে পৃষ্ঠে
বেঁধে রাখা সুবিধাবাদী নিয়ম ।
সমগ্র স্বত্বা নিয়ে
দগ্ধ হতে থাকে সকল আকাঙ্ক্ষা ,
অন্তিমে আবারো মৃত্যু হয় জীবনের
তবুও প্রেমের আকাঙ্ক্ষা চলতে থাকে
প্রজন্ম থেকে প্রজন্মে ...।।
হৃদয়ে অবিরত বাহিত এক উন্মত্ত প্রেম ,
আনবিক কণায় ভাসমান লেলিহান দাবানল ।
অস্থি মজ্জা কে উপড়ে ফেলে
সৃষ্টি হল এক নিগূঢ় প্রেম গাঁথা –
অর্ধমৃত অবয়ব নিয়ে
নিকোটিনে সুখ টান দেয়
পরে থাকা এক এপিটাফ ।
আগুনের তাপে আঙুল সেঁকে
পান করে এক তরল নীল-
ভীষণ জ্বালায় দগ্ধ হতে হতে
শেষ প্রান্তে এসে জানিয়ে যায়
প্রেমের ব্যাকুল আকাঙ্ক্ষা –
এই আকাঙ্ক্ষা বুকে নিয়েই
ফুরিয়ে যায় এক সবপ্নভঙ্গের মত –
প্রেম তবুও ভাসমান
ভবিষ্যৎ প্রজন্মে ,
জিনের রেশ ধরে
ওষ্ঠে লেগে থাকে অর্ধসমাপ্ত চুম্বন ।
শরীরের মাদকতা বেয়ে
নিঝুম রাতে বেয়ে আসে
উত্তাল শরীরী ঘ্রাণ ।
অন্ধকারের ভাঁজে ভাঁজে
চোখ দুটি খুঁজে বেড়ায়
শুধুই সেই ফেলে আসা প্রেম কে।
তবুও বাঁধা দেয় থমকে থাকা সমাজ –
সমাজের জাঁতা কলে আস্টে পৃষ্ঠে
বেঁধে রাখা সুবিধাবাদী নিয়ম ।
সমগ্র স্বত্বা নিয়ে
দগ্ধ হতে থাকে সকল আকাঙ্ক্ষা ,
অন্তিমে আবারো মৃত্যু হয় জীবনের
তবুও প্রেমের আকাঙ্ক্ষা চলতে থাকে
প্রজন্ম থেকে প্রজন্মে ...।।
ঝরঝরে লেখা - অসাধারণ সুন্দর অনুভুতি পেলাম |
উত্তরমুছুন