কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ১১ আগস্ট, ২০১২

নাশিদা খান চৌধুরী

পেস মেকার

ভীষণ ভালবাসতে ইচ্ছে করে আমার।
এই যে এত করে বলো
“ভালবাসি, ভীষণ ভালবাসি”
আমারও বলতে ইচ্ছে করে কথাটা।
যদি পারতাম তোমার মত করে বলতে!!

বিশ্বাস হয়না বুঝি?
তুমি বুঝবেনা -
মনের মধ্যে সর্বক্ষণ একটি প্রশ্ন ঘুরপাক খায়-
ভালবাসা – এটা কেমন?
খুব জানতে ইচ্ছে করে
ভালবাসা – উপলব্ধিটা কি?

হাসছো? ভাবছো তোমায় এড়িয়ে যাচ্ছি?
কি করে বোঝাই, যতবার ও কথা বলো
কি কষ্ট হয় মনটায় –
এত যে বলো “ভালবাসি”
কেন টের পাইনা এ অনুভূতিটা?
গলা পর্যন্ত উঠে আসে
“আমিও ভালবাসি তোমায়”
মুখে আসতে গেলেই থমকে যাই –
একি আমার সত্য উপলব্ধি নাকি কৌশল তোমায় ঠান্ডা করার???
মন বলতে চায় না,
কষ্ট পাই – না বলতে পারায়।

প্রায়ই বলো - আমি অহংকারী
গর্বিত তোমায় অবহেলায়।
বুঝবেনা, যেমন করে আমি নিজেই বুঝতে পারিনা।

মাঝে মাঝে মনে হয় – আমার হৃদয় নেই
যা আছে তা একটি জীবন্ত যন্ত্র মাত্র।
ডান অলিন্দ – বাম অলিন্দ
ডান নিলয় – বাম নিলয়....
দুষিত রক্ত বহন করে
আর পরিষোধিত করে ছড়ায় শিরা-উপশিরায়।
এর আর অন্য কোন ফাংশান নেই
শুধুমাত্র বেঁচে আছি – এ ঘোষনাটাই দেয়।

খুব ইচ্ছে হয় ভালবাসতে
তোমার মত – ঠিক যেমন করে তুমি বল
“তোমাকে ভালবাসি”
বুঝতে পারিনা কি দেব প্রত্যুত্তর ?
আমার যে হৃদয় নেই -
যা আছে, ভালবাসার কোন ক্ষমতা নেই তার
বলতে পারো – ওটা আমায় বাঁচিয়ে রাখার এক জীবন্ত “পেস মেকার”।



২টি মন্তব্য: