কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ১১ আগস্ট, ২০১২

সাইদুর রাহমান মিলন

খুঁজি তো ! চল্‌ !

ভূত্‌ কি আছে রে ? বিশ্বাসে ভূত্‌ ।
যাস্‌ একা রাতে ? বাঁশ তলা !
তেমনি প্রেম এক ভূতের গল্প
রাখে মশগুল 'আশ্‌' তলা ।

মানব মানবী প্রেম ভালোবাসা
ক্ষণিকের মোহ ! চাওয়া, পাওয়া, আশা
বল্‌তে পাইনা সাহস ও ভাষা
ওটাই তবুও বাঁচার বল্‌ ?

বল্‌ এর ছলনে বাঁচ্‌বি ? বল্‌ ?

সহমর্মিতা, সহাবস্থান, সহবাস আর সহযোগী
এই ই তো তোর সংজ্ঞা প্রেমের !
রাজী তুই ? হতে এই রোগী ?

সহ সহ সহ সহজে যে প্রেম
নাই আমি তাতে, বাদ্‌ দে তো !
সহ মরণেও যাবি ? যদি মরি !
তাই বলি প্রেম নাই যে গো ।

তুই ই বল্‌,
থাক্‌তোই যদি প্রেম বলে কিছু
কাবীন লেখকে ছাড়তো কি পিছু ?
স্রষ্টারও বাণী ভালবাসা প্রেমে
পাস্‌ কি ধর্মে ?

খুঁজি তো ! চল্‌ !



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন