কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১২

আব্দুল্লাহ আল জামিল

সমান্তরাল

তুমি নোংরা কর্দমাক্ত পথে চলতে পছন্দ করোনি কখনো
ছিমছামভাবে চলাটাই তোমার পছন্দ।
শেষমেশ ঠিকই তো পা রাখলে সে’রকম পথে
কিন্তু সেই পথের গন্তব্য ছিলো ভিন্ন।

আমি চিরপরিচিত পথ ধরে চললাম নিয়ম মাফিক
কখনো বা হেঁটে হেঁটে, কখনো বা গরুর গাড়িতে
ভাঙ্গা রাস্তায় পদস্খলন হওয়াটা অস্বাভাবিক কিছু নয়
দুলুনি লেগে কোমরে ব্যথা কিছুটা হবারই কথা।

দু’রকম দুটি পথ কখন যেনো অজান্তে এসে
মিলিত হয় যে এক মোড়ে
অযাচিত এ’মিলনে ভীষণ একটা ধাক্কা লাগে
নাকি ছিলো তা বহু কাঙ্খিত?

দু’রকম দুটি পথ যে সমান্তরাল
দু’রকম দুটি পথ চলে যে নিজস্ব ভাবে আজ!



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন