কল্প মন
সময়ের মায়াজালে বন্দী সবাই, একটা ট্রেন,
একটা রিকশা-এই তো রোজনামচা
কফির কাপের প্রেমে পড়তে চাই আবার,
কিন্তু পারিনা
চাই সেই ফাঁকা রাস্তা, জানি ট্রাম নেই, বাস নেই, নেই কোন ইমারত...
পাখির কলোরব, শিশুর ক্রন্দন যেথায় ঘুম ভাঙ্গায়,
নিয়ম ভাঙ্গার খেলায় যেথা মেতে ওঠে মন,
যেথায় ব্যস্ততার লেশমাত্র নেই,
নেই নিরাশক্ত ইমোশনের কচকচানি,
যেখানে নেই কোন লক্ষন রেখা,
নেই কোন অতিবাদির হুংকার,
যেখানে আছে পাগলা দাসুর মত্ততা,
খাঁচার পাখির বনের পাখি হওয়ার আর্তি,
শিশির ভেঁজা ঘাস যেখানে শিহরণ জাগায়,
সোনার পাথরবাটি যেখানে এক 'অদ্ভুত সুন্দর' বাস্তব।।
সময়ের মায়াজালে বন্দী সবাই, একটা ট্রেন,
একটা রিকশা-এই তো রোজনামচা
কফির কাপের প্রেমে পড়তে চাই আবার,
কিন্তু পারিনা
চাই সেই ফাঁকা রাস্তা, জানি ট্রাম নেই, বাস নেই, নেই কোন ইমারত...
পাখির কলোরব, শিশুর ক্রন্দন যেথায় ঘুম ভাঙ্গায়,
নিয়ম ভাঙ্গার খেলায় যেথা মেতে ওঠে মন,
যেথায় ব্যস্ততার লেশমাত্র নেই,
নেই নিরাশক্ত ইমোশনের কচকচানি,
যেখানে নেই কোন লক্ষন রেখা,
নেই কোন অতিবাদির হুংকার,
যেখানে আছে পাগলা দাসুর মত্ততা,
খাঁচার পাখির বনের পাখি হওয়ার আর্তি,
শিশির ভেঁজা ঘাস যেখানে শিহরণ জাগায়,
সোনার পাথরবাটি যেখানে এক 'অদ্ভুত সুন্দর' বাস্তব।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন