জীবনের রঙ্গমঞ্চে
জীবনের রঙ্গমঞ্চে ....
পোশাকি একটা নাম পেয়েছি - পেয়েছি কিছু সাথী
ব্যাস! নিজেকেই নিজে ভুলেছি - ছুটেছি দিবারাতি ।
আনিনি কিছুই - নেবনা কিছুই সাথে
'নেই' 'নেই' ধ্বনি সারা দিন এমনকি রাতে
'চাই' 'চাই' 'আরো চাই' - কি যে চাই - কি যে হারাই ?
পাগলের মত চুল ছিঁড়ে হিসেব মেলাই ।
নিখিল পৃথিবীর স্বামী - প্রভু যিনি বিশ্বস্রষ্টা
করুন চোখে দেখেন সব-ই উনি উপদ্রস্টা
দেখিনি মেদিনী করিনি অনুভব সুন্দর এই ভুবন
অযাচিত ভাবে করেছি কলুষিত আমার জীবন ।
মেঘ ভেঙ্গে বর্ষা ঝরে কোকিল কুহু কুহু গান গায়
শারদীয়া কাশফুল কামিনী বকুল গন্ধে প্রাণ মাতায়
দেখতাম যদি প্রকৃতির খেলা আমার প্রিয়ার চোখে মুখে
ভালবাসা পাকাপাকি বাসা বাঁধত হতদরিদ্র বুকে -
হত জীবন আনন্দময় দিবস রজনী অনুভব সঞ্চয়
আজ কবিতা লিখে মন ভরে এই প্রত্যয় ।।
জীবনের রঙ্গমঞ্চে ....
পোশাকি একটা নাম পেয়েছি - পেয়েছি কিছু সাথী
ব্যাস! নিজেকেই নিজে ভুলেছি - ছুটেছি দিবারাতি ।
আনিনি কিছুই - নেবনা কিছুই সাথে
'নেই' 'নেই' ধ্বনি সারা দিন এমনকি রাতে
'চাই' 'চাই' 'আরো চাই' - কি যে চাই - কি যে হারাই ?
পাগলের মত চুল ছিঁড়ে হিসেব মেলাই ।
নিখিল পৃথিবীর স্বামী - প্রভু যিনি বিশ্বস্রষ্টা
করুন চোখে দেখেন সব-ই উনি উপদ্রস্টা
দেখিনি মেদিনী করিনি অনুভব সুন্দর এই ভুবন
অযাচিত ভাবে করেছি কলুষিত আমার জীবন ।
মেঘ ভেঙ্গে বর্ষা ঝরে কোকিল কুহু কুহু গান গায়
শারদীয়া কাশফুল কামিনী বকুল গন্ধে প্রাণ মাতায়
দেখতাম যদি প্রকৃতির খেলা আমার প্রিয়ার চোখে মুখে
ভালবাসা পাকাপাকি বাসা বাঁধত হতদরিদ্র বুকে -
হত জীবন আনন্দময় দিবস রজনী অনুভব সঞ্চয়
আজ কবিতা লিখে মন ভরে এই প্রত্যয় ।।
baah ... jibon dorshon... omor onubhob-e ...
উত্তরমুছুনjibon dorshoner alokpaat
উত্তরমুছুনকবির প্রকাশ অসাধারণ অনুভব দিলো
উত্তরমুছুন