কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

জয়ন্ত সাহা

কে বলে দেবে?


পৃথিবীর আবছায়া আলো ভুলে
জটিলতা হীন নিষ্পাপ মনোপ্রকোষ্ঠে
কেবল আনা গোনা
                  নিরন্তর নিরলস

অনুভবে উদ্বৃত্ত
হৃদয়ের প্রতিটি ধুলিকণা

সে যে খুব চেনা খুব জানা
                            আমার

আঁতিপাতি  আনাচকানাচ
ডানা ঝাপটানো ফিনিক্স
সব পুড়ে যায় দাবানলে
হতাশা আগুন জ্বালিয়ে
সেঁকে নেয় ভেজা অভিমান
মিঠে রোদ্দুরের রশ্মি,

নাকি কেবল বাতাস ভরা ছাই 
উড়িয়ে নিয়ে যায়
                        একেকটি দীর্ঘশ্বাস;

জানিনা কে বলে দেবে?

৪টি মন্তব্য:

  1. খুবই ভালো লাগলো...
    একদম হৃদয় ছোঁয়া...

    উত্তরমুছুন
  2. কবিতা জুড়ে অনবদ্য এক মুন্সিয়ানা

    উত্তরমুছুন
  3. আঁতিপাতি আনাচকানাচ
    ডানা ঝাপটানো ফিনিক্স
    সব পুড়ে যায় দাবানলে
    হতাশা আগুন জ্বালিয়ে
    সেঁকে নেয় ভেজা অভিমান
    মিঠে রোদ্দুরের রশ্মি,

    নাকি কেবল বাতাস ভরা ছাই
    উড়িয়ে নিয়ে যায়
    একেকটি দীর্ঘশ্বাস;

    জানিনা কে বলে দেবে?

    Dada..... Just Superb!!!!!

    উত্তরমুছুন