কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

বিপ্লব গঙ্গোপাধ্যায়

ক্রমিক রোদ্দুর

শর্তাধীন আলোর উদ্ভাস,
একটি বীভৎস দিন,রক্তগন্ধ
বমির শব্দে জেগে ওঠে ।
নারকীয় রঙ মুছে ফেলি

আলোহিত ক্ষরন শেষে
স্বপ্নবাঁধা ঘুড়ি উড়ছে দূরে-অই নীল
কী পবিত্র এখন আকাশ ।

বেঁচে থাকা,গতিজাড্য,স্বপ্নোৎপাদন
আলো ফোটে,ক্রমিক রোদ্দুর
এ মুহূর্ত তবু সত্য নয় ?



1 টি মন্তব্য: