কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

ফারহানা খান্নাম

 অদৃষ্ট

 তুমি গ্রাস করলে সবটা হৃদয়
 সন্তর্পণে প্রতিরোধ গডলে
 শিরায় শিরায় ,
 ঝড় তুললে হৃদয়- তন্ত্রীতে পূরবী রাগে
 আর আমি গেয়ে চলি আসাবরী
 আজন্ম বন্ধু আমার!!
 সুকৌশলে তোমায় এড়িয়ে এই জীর্ণ পথ চলি
 ধীর পদক্ষেপে,
 শুধু একবার ছুঁয়ে দেখতে চাই
 সেইসব সুখ -স্মৃতি তাই
 ঘোলাটে কাঁচের মাঝে দেখি
 অস্পষ্ট অতীত ।
 অনিশ্চিত জীবনে অসীম আনন্দ চাই
 জানি আমি
 পরিনতি অনিবার্য তবুও
 জীবনের সমারোহে কিছু কাল ক্ষেপণ সঞ্চারে
 কিছু স্বপ্ন আহরণ ।
 যদিও অমোঘ নিয়তি ঠায় দাঁড়িয়ে
 নিষ্ঠুর প্রতিক্ষায়
 
 

1 টি মন্তব্য: