কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

সেলিমউদ্দিনমন্ডল

অঙ্গীকার

স্বপ্নবিমুখ আপনহারা চলি জীর্ণস্রোতে
স্বপনমায়ায় বাঁধিবকারে আলোক দিশা জ্বালাতে,
আলোকবাহী মনঃপূজারী দীপ্তময়ী ছোঁয়ায়
ধরা দিতে নাহি চাহে কেহ আপন মহিমায় ৷
তবুও চাহিব ছড়াতে সত্যের শুভ্র আলো
মন্ত্রনা মোর সদা রহিবে ‘তবে একলা চলো’ ৷
জাতের মহিমা, পাপের কালিমার ব্যঙ্গচিত্র ফেলিয়া
দেখিতে চাহি শুধু এ ধরা চক্ষুখানি মেলিয়া ৷
মমবার্তা তুচ্ছকরি হাস্যময়ী যাহারা
একমুঠোও আলো মেলেনি এ গহন আঁধারে ৷
তাইতো বলি এসো সবাই, মোরা ভাই ভাই
মুছে ফেলিয়া অতীত কালিমা মনুষ্যত্বের গান গাই ৷
জ্ঞানের আলোক বাতিক শিখা জ্বলুক ঘরে ঘরে
আাঁধার সবাই ভাবুক দূর্গম বালুচরে ৷
ভাষারবলে বাসুরী সুরে ভারতমাতার গান
উ্দগিরিবে হৃদয় হতে স্পন্দনে ঐক্যতান ৷
রচিব নব,ঘুচিবে তব,বহিবে সচলধারা
সম্মান করি,সম্মান লব,সম্মান হারাইবো না ৷
মিছে কথার মন ভোলানো প্রতারকের দল
দুদিনের এ দুনিয়ায় কেনো এত ছল ৷
চলো না গড়ি সুষ্ঠ মাতৃভূমি
ওহে ভাঙন অন্তযামী ৷
ভিক্ষামাগি বিশ্বদ্বারে দাও ছড়ায়ে আলো
সকল মনে ঘুচুক পাপ, জাতির হোক ভালো ৷


৭টি মন্তব্য:

  1. baaah... ek nostalgic taane aadhunik bishwo-r kotha bolechhen aapni... shudhu etuku bolte paari.. apnar e onubhuti-r shorik kore nilen nijer gune... prarthonar obismoroniyo rupe praan bhore gelo.. :)

    উত্তরমুছুন