কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

মুনির রহমান

ভস্মীভূত

প্রেমাকাংখায় তৃষ্ণার্ত এই ঘন তমস্য বরষা রাতে
তোমার চোখের তারার ধিকিধিকি মোমের আলো
আমার সমস্ত সত্ত্বাকে পুরিয়ে খাঁক করছে-
...
জ্বলন্ত অঙ্গারে আমরা দগ্ধ এই নিমিষে।
একাকার হয়ে যাওয়া দুটি প্রাণ আজ
উদ্ভাসিত, উন্মোচিত হবে অবিরত।

ক্ষুরধার তোমার ঐ চাহনিতে

আমার বুভুক্ষু বক্ষ আজ আরক্ত, লোহিত।
হিল্লোতিত তব অবারিত কটাক্ষ
আমাকে রেখেছে প্রবল ঘোরে আবদ্ধ।
কালান্তরের বেদনা আমার প্রতিটি রোমকূপে
স্বেদ, রক্তিম, উষ্ণ স্রোতধারা হয়ে বইছে।

প্রসারিত করো তবে তোমার উদ্বেল বাহুযুগল,

ঝড়ের আহ্বানে তোমার অশান্ত হয়ে আসা হৃদকম্পন
আমাকেও শুনিয়ে স্তব্ধ, প্রশান্ত করে দাও আমায়।
যে তীক্ষ্ণধার তরবারির ফলায় শতছিন্ন হচ্ছি আমরা
তার প্রতিটি মুহুর্তে আমাকে নিমীলিত হয়ে যেতে দাও
প্রতিটি রক্তকণিকা আজ বিচ্ছুরিত হোক সেই আঘাতে।

মম হৃদয়ের প্রজ্বলন শিখার উত্তাপে

ক্রমশ অভিভুত, আচ্ছন্ন হয়ে আছি;
সেই প্রলয়ঙ্করী শিখার সমস্ত ইন্ধন আজ
তোমারই আগুনঝরা দৃষ্টিবাণ থেকে উদ্ভূত।
দুজনেই মোরা বিলীন হবো একই কূপে
আজ বিদগ্ধ হবো, হবো ভস্মীভূত।
 
 
 

৩টি মন্তব্য: