কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

অভিলাষা (হিয়ামানিক)

তোমার জন্য

তোমার জন্য
গোলাপ পাপড়ি খোলে,
ঘাসের আঁচলে শিশিরবিন্দু দোলে।

তোমার জন্য

নদীবুকে ঢেউ ওঠে,
রাতের আকাশে তারা যত ওঠে ফুটে।

তোমার জন্য

ময়ূর পেখম মেলে,
বরষা ঝাপায় মৃত্তিকা মা-র কোলে।

তোমার জন্য

রামধনু রংয়ে সাজে,
শরতের হাওয়া আগমনী সুরে বাজে।

তোমার জন্য

প্রজাপতি ডানা মেলে,
আধোরাত জাগি একাকিনী অবহেলে।

তোমার জন্য

কথা সেজে ওঠে সুরে,
স্মৃতির বীণায় গীত গায় মন জুড়ে।

তোমার জন্য

মুক্তো সাগরে মেলে,
মুক্তোমালায় স্বপ্নের আভা খেলে।

তোমার জন্য

সময় এখনো সবুজ,
সব জেনেবুঝে মন যে আমারঅবুঝ।

তোমার জন্য

নীল আকাশের কোলে,
প্রভাতী আলো শুকতারা হয়ে জ্বলে

তোমার জন্য

পলপল অপেক্ষায়,
অন্তবিহীন শবরীর প্রতীক্ষায়। 



৫টি মন্তব্য:

  1. তোমার জন্য
    আমার আশাদীপ
    চিরকাল রবে জ্বালা।
    তোমার জন্য
    আমার খেলনা
    কখনও হবেনা ফেলনা
    তুমি যে আমার
    চেতনা মাঝারে
    ঝংকৃত হবে সদা।
    জানি তুমি
    কোনদিন বুঝি
    আমারে দেবে না দেখা।
    তবু আমি চাই
    দূরে থাক তবু
    ভাল থেকো তুমি সখা।

    উত্তরমুছুন
  2. প্রথম লেখাই এরকম নজর কাড়া - এই কবি কোন উচ্চতায় পৌঁছাবে !

    উত্তরমুছুন
  3. অভিলাষা,তোমার কবিতা পড়ে মুগ্ধ হলাম। প্রথম লেখা,অথচ জড়তা মুক্ত।এইভাবে লিখলে,একদিন তুমি অনেককেই ছাড়িয়ে যাবে।আমার শুভেচ্ছা ও ভালবাসা রইল তোমার প্রতি।:

    অভিলাষা,তুমি নিজ গুণে মোর
    পূরায়েছ অভিলাষ,
    হিয়ার মাণিক,অমূল রতন
    আগামীর আশ্বাস।
    তোমার চেতনে যে নব চেতনা
    ঘটিয়াছে উন্মেষ,
    হোক অক্ষয়,চির নির্ভয়,
    না হয় যেন গো শেষ।।

    উত্তরমুছুন
  4. অভিলাষা,তোমার কবিতা পড়ে মুগ্ধ হলাম। প্রথম লেখা,অথচ জড়তা মুক্ত।এইভাবে লিখলে,একদিন তুমি অনেককেই ছাড়িয়ে যাবে।আমার শুভেচ্ছা ও ভালবাসা রইল তোমার প্রতি।:

    অভিলাষা,তুমি নিজ গুণে মোর
    পূরায়েছ অভিলাষ,
    হিয়ার মাণিক,অমূল রতন
    আগামীর আশ্বাস।
    তোমার চেতনে যে নব চেতনা
    ঘটিয়াছে উন্মেষ,
    হোক অক্ষয়,চির নির্ভয়,
    না হয় যেন গো শেষ।।

    উত্তরমুছুন