কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

অনন্যা ভট্টাচার্য্য

কাছাকাছি

তোমার-আমার চারপাশে যত

গাছ-পালা, পাখি আর ফুল –
বেলপাতা, গাঁথা মালা
বাতাসভরা সততা –
ভেসে যায়
রন্ধ্রে রন্ধ্রে মুক্তোবিন্দু কত !

আর কত দেখি –

আর কত বলি !

আছে কত চোখ, কত কথা

কত রাগ, কত শত মান
প্রাণ পুরে ওঠে নিমেষে নিমেষে
প্রাক্-সন্ধেবেলা –
নীলাভ ধূসর গোধূলি, সিক্ত‚
তোমার আমার মাঝে ব্যাপ্ত
এক চিলতে দখিন হাওয়া –
ভাললাগা !

তার নাম দিয়ে শুরু

শেষ নেই কোনো ।

মাটির ওপর বৃষ্টি গলে গলে পড়ে

কি সুখ তার এই মন জানে –
আমি আছি, সে আছে – বলে কানে কানে,
চিরদিন – গলে মিশে – পাশাপাশি,
হাসিখুশি –
মন বলে ভালো আছি –
ভালো আছি ।
ভালোবাসাবাসি ॥ 



৪টি মন্তব্য: