কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

সোমবার, ১৫ অক্টোবর, ২০১২

সেলিম উদ্দিন মণ্ডল

নগ্নতা

ছোট্টশিশু কাপড়ছাড়া হলে মহাবকুনি
মাজটা তো পূর্ণ নগ্ন, কোথায় তাদের বাতলামি?
মুখোশের আড়ালে শত শত নগ্নতার খেলা,
পর্দার বাইরেও কত শত ভীড়
কোথায় ওরা?
কামাতুর, পাপীমন, অসভ্য বিচরণ
নগ্ন সমাজে আজি উজ্জ্বল প্রতিফলন।
প্রেম সাধনা সফল, শরীর তুষ্ট হলে
ভালবাসার পসরা সজায় নিজ অঙ্গস্থলে।
সঙ্গীছাড়া বিবাহিতের যৌন শূন্য কলসখানি
তৃষ্ণা প্রবন মরুপথিকের দুরুহ এক ক্লান্তি।
ফিকে জগতসংসারী, অতলান্ত নিকট, ভ্রান্ত জীবনবানী।
উন্নত সমাজ, উন্নত প্রযুক্তি আজ
ফ্যাশানের যুগে এত সুন্দর ছোটো ছোটো সাজ
অর্ধনগ্ন শরীরে তাই নারি, কত শত সচরাচর
ক্ষুধা মেটানোর তাড়নায় ধর্ষণ, বলাৎকার।
পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে নিষিদ্ধ কারাগার
দলে দলে হাজির সকলে বারবার।
এরা নাকি শিক্ষিত, এরা উন্নত।
নগ্ন সমাজ, নগ্ন মন, নগ্ন আচরণ
নগ্নতার বাসা আজি পূর্ণ স্থাপন।
কে আপন, কে পর
উলঙ্গ সমাজ আজ যাযাবর।
কে দেখে, কে শোনে
আসে যায় না কারো
আপন শরীর, আপন মন শান্ত যখন
দেখবে কে? কে উলঙ্গ,কে নগ্ন এখন?

1 টি মন্তব্য: