সাধের একতারা
একতারাটির একটি তারে,
সুর ঘনালো ভুবনপারে,
গাইছে মাটি, সবুজ বন,
উদাস মেয়ের লাজুক মন।
বিন্দু বিন্দু ব্যাথার দানায়,
লাবনি নীল অশ্রুকণায়,
সুর মিলালো নষ্ট নারী,
পাখীর ডাকে,অলির ডানায়,
ফুলের কলি,পরাগদানায়,
শ্রাবনধারায় নদীর স্রোতে,
সুর খেলছে একতারাতে।
পাড়ায় পাড়ায়,নদীর কূলে,
মাঠে ঘাটে তরুমূলে,
দুপূর রোদে আলো ছায়ায়,
সুজন বাউল সুরকে সাজায়।
কষ্টসহা এক বুক গান,
মাতছে সুরে বাউল পরান।।
একতারাটির একটি তারে,
সুর ঘনালো ভুবনপারে,
গাইছে মাটি, সবুজ বন,
উদাস মেয়ের লাজুক মন।
বিন্দু বিন্দু ব্যাথার দানায়,
লাবনি নীল অশ্রুকণায়,
সুর মিলালো নষ্ট নারী,
পাখীর ডাকে,অলির ডানায়,
ফুলের কলি,পরাগদানায়,
শ্রাবনধারায় নদীর স্রোতে,
সুর খেলছে একতারাতে।
পাড়ায় পাড়ায়,নদীর কূলে,
মাঠে ঘাটে তরুমূলে,
দুপূর রোদে আলো ছায়ায়,
সুজন বাউল সুরকে সাজায়।
কষ্টসহা এক বুক গান,
মাতছে সুরে বাউল পরান।।
একতারাটির একটি তারে,
সুর ঘনালো ভুবনপারে,
গাইছে মাটি, সবুজ বন,
উদাস মেয়ের লাজুক মন।
বিন্দু বিন্দু ব্যাথার দানায়,
লাবনি নীল অশ্রুকণায়,
সুর মিলালো নষ্ট নারী,
পাখীর ডাকে,অলির ডানায়,
ফুলের কলি,পরাগদানায়,
শ্রাবনধারায় নদীর স্রোতে,
সুর খেলছে একতারাতে।
পাড়ায় পাড়ায়,নদীর কূলে,
মাঠে ঘাটে তরুমূলে,
দুপূর রোদে আলো ছায়ায়,
সুজন বাউল সুরকে সাজায়।
কষ্টসহা এক বুক গান,
মাতছে সুরে বাউল পরান।।
একতারাটির একটি তারে,
সুর ঘনালো ভুবনপারে,
গাইছে মাটি, সবুজ বন,
উদাস মেয়ের লাজুক মন।
বিন্দু বিন্দু ব্যাথার দানায়,
লাবনি নীল অশ্রুকণায়,
সুর মিলালো নষ্ট নারী,
পাখীর ডাকে,অলির ডানায়,
ফুলের কলি,পরাগদানায়,
শ্রাবনধারায় নদীর স্রোতে,
সুর খেলছে একতারাতে।
পাড়ায় পাড়ায়,নদীর কূলে,
মাঠে ঘাটে তরুমূলে,
দুপূর রোদে আলো ছায়ায়,
সুজন বাউল সুরকে সাজায়।
কষ্টসহা এক বুক গান,
মাতছে সুরে বাউল পরান।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন