কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

সোমবার, ১৫ অক্টোবর, ২০১২

সুদেষ্ণা চ্যাটার্জী

দুটি অনু কবিতা




চূর্ণী হাওয়ার ঘূর্ণিবেগে
নীলুর আকাশ অস্তরাগে ---
চুপ করে গান ওই উড়ে যায়
শান্ত সবুজ ক্লান্ত বাসায় ।
মন উচাটন প্রান আনচান
শূন্যস্থানে কস্তূরী ঘ্রান !




দৃষ্টি আমার সেই আলোকে
ঝুমুর তালে হরিন চোখে...
বাতাস রোখে আঁচলখানি
স্বপ্ন আঁখি পদ্মপানি -----
গন্ধ চিনে তাইতো বলি
ওই তো কবির কৃষ্ণকলি !!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন