দেয়াল ও বাস্তবতা
দেয়ালকে পেছনে রেখে
ঠায় দাঁড়িয়ে;
নির্মোহ সব স্মৃতি,
প্রচ্ছন্ন করবার অন্তহীন প্রচেষ্টা।
সে দেয়না বাঁধা,
তবে, ওপাশ যাবার পথ রূদ্ধ।
অপেক্ষার পালা - ভেদ করবার, যদি
দুর্লভ সেই বাঁধা অতিক্রম করা যায়!
অন্তহীন প্রচেষ্টা দরজা তৈরীর।
দাঁড়িয়ে থাকা নিস্তব্ধ সময় -
খুঁটে খুঁটে চলে বর্ণনাতীত কষ্টগুলো।
প্রতিচ্ছবির খেলা ভাসে,
চোখ খুঁজে চলে সেই অবয়ব -
ধুসরিত দালানে নিশ্চিন্ন করবার আকাঙ্ক্ষা।
মনে মনে শতবার ভাঙ্গে
দরজা তৈরী করে চলে,
চেষ্টা অনবরত
দেয়াল ভেদ করবার.....
সবই শুধু মনে মনে রচনা,
বিরামহীন প্রতীক্ষা।
বাস্তবতা - দেয়ালেই পিঠ দিয়ে দাঁড় করায়।
দেয়ালকে পেছনে রেখে
ঠায় দাঁড়িয়ে;
নির্মোহ সব স্মৃতি,
প্রচ্ছন্ন করবার অন্তহীন প্রচেষ্টা।
সে দেয়না বাঁধা,
তবে, ওপাশ যাবার পথ রূদ্ধ।
অপেক্ষার পালা - ভেদ করবার, যদি
দুর্লভ সেই বাঁধা অতিক্রম করা যায়!
অন্তহীন প্রচেষ্টা দরজা তৈরীর।
দাঁড়িয়ে থাকা নিস্তব্ধ সময় -
খুঁটে খুঁটে চলে বর্ণনাতীত কষ্টগুলো।
প্রতিচ্ছবির খেলা ভাসে,
চোখ খুঁজে চলে সেই অবয়ব -
ধুসরিত দালানে নিশ্চিন্ন করবার আকাঙ্ক্ষা।
মনে মনে শতবার ভাঙ্গে
দরজা তৈরী করে চলে,
চেষ্টা অনবরত
দেয়াল ভেদ করবার.....
সবই শুধু মনে মনে রচনা,
বিরামহীন প্রতীক্ষা।
বাস্তবতা - দেয়ালেই পিঠ দিয়ে দাঁড় করায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন