নীরব সঙ্গী
চুপ কথারা ঘুমের আয়োজনে!
টিক টিক ছন্দে আলোর ঝুম ঝুম ক্ষণে
ব্যস্ত আলোর কন্যা সাঁঝ বেলা!
আমি একা।
নিরন্তর ছুটে চলার পথে আলোর আরেক কন্যা ভোর বেলা,
আমার নখদর্পণে, অঙ্গুলির ভাঁজে,
গন্ধ বিলিয়ে দিয়ে এলোমেলো করে খেলা... ।
গন্ধ! বাঁচার ইচ্ছের গন্ধ!!
আমি একা!
সাথে আলোর দুই কন্যা, ভোর বেলা আর সাঁঝ বেলা...
এদের সাথেই আমার আর চুপকথাদের নীরবে ছুটে চলা।
চুপ কথারা ঘুমের আয়োজনে!
টিক টিক ছন্দে আলোর ঝুম ঝুম ক্ষণে
ব্যস্ত আলোর কন্যা সাঁঝ বেলা!
আমি একা।
নিরন্তর ছুটে চলার পথে আলোর আরেক কন্যা ভোর বেলা,
আমার নখদর্পণে, অঙ্গুলির ভাঁজে,
গন্ধ বিলিয়ে দিয়ে এলোমেলো করে খেলা... ।
গন্ধ! বাঁচার ইচ্ছের গন্ধ!!
আমি একা!
সাথে আলোর দুই কন্যা, ভোর বেলা আর সাঁঝ বেলা...
এদের সাথেই আমার আর চুপকথাদের নীরবে ছুটে চলা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন