কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

সোমবার, ১৫ অক্টোবর, ২০১২

মুস্তফা কামরুল আখতার

দুই দুয়ারী ঘর


কী নেশায় দেই
রঙের উপর রঙ,
আকাশটাকে মিশিয়ে দিলাম তর্জনীতে ।
স্মৃতির উপর
জোছনা মেশাই ।

এখন পাশ ফিরে যাই,
মুখও ফেরাই
ছেড়া ক্যানভাস,মলিন রঙের ছায়া হতে ।
বন্ধ দুয়ার ?
যাই,ভুলে যাই ।

নোঙর ফেলব বলে অদম্য এক নেশা ।
সুফলা, উর্বর জমির উপর অহংকার ।
সবুজের দিকে তাকানোর এক স্পৃহা ।
বুকের ভেতর অধিকৃত হিরন্ময় চাঁদ ।
সোনালি লাঙলের ফলায় দীপ্ত জীবন ।
উষ্ণতায় জেগে ওঠা রূপোলী মাস্তুল ।

যাই, ভুলে যাই ।
স্বপ্ন আর মোহ ছেড়ে আনত
এক আশ্চর্য লীলাবতী পদাবলির কাছে ।

কত দূর যাই,
কত দূর !
কত স্বপ্নহীন
রঙহীন ছবির উপর
কত পথ খুজে নেই !

আরেক দুয়ার !
স্বপ্ন আঁকা সোনার চাবি ।
চাদের রঙে আঁকা,আমার দুই দুয়ারী ঘর ।
হাত বাড়িয়ে দিলাম ছুঁয়ে ! ...
সোনার কাঠির জীয়ন পরশ ?


আবার...
ফিরে আসি,আরেক দুয়ার নয়,
অন্য কোথাও নয়,
জীবনের নেশায় নয় ।
শুধু এক প্রান্তরে জেগে থাকা ভালবাসায়,
ক্লান্ত,পরিশ্রান্ত ।
যদি ফেরে কেউ, কখনো !
সুবর্ণরেখায় ।
আমার সেই ক্যানভাসে,ইজেলে,সেই রঙে ...
সেই প্রান্তরে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন