ছন্দ মিলন
বলে বাঁকা ঠোটে 'মিলন' কি ? কবি ?
ছন্দে লিখে ? ও তো ছড়াকার !
আমি বলি “ আহ্ হা, ছড়া না কবিতা
সেই ঝগড়ায় কি দরকার ?”
ছন্দই যার মন্দ, সে তো বন্ধ দুয়ারী কবিতা হে !
ছন্দে গন্ধে জীবন ব’ন্দে, বিশ্ব রাঙাল রবি রা যে !
ছন্দ ? ও তো নুন্ মশলা ! খাবি তরকারী ? ওকে ছাড়া ?
নুন্ ছাড়া রাধা খেয়ে দেখেছিস্ ? খাওয়া নয় ! ধরে গেলানো তা !
যদিওবা গেলে, বিরক্তি রাগ এ মুখ কূচকায় ? দেয় গালী ?
ছন্দ গন্ধ দিয়ে পাতে দিতি ! দেখ্ তি ! ও চেটে খেতো থালি !
আঁত্লামী করে লিখা ভারে ভড়ে, বইটা ভরালি ? ছন্দ বাদ ?
কাজে না লাগুক, মনে না থাকুক ! মিটলেই হ'ল লিখার সাধ ?
ছন্দেই চলি , ছন্দেই বলি ! লিখছিস্ ? বসে রাত ও দিন ?
লিখতে বসার আগে তো বসা, মনঘরে ছন্দের মেশিন !
ছন্দ মেশিন চালা রাত দিন, ঘটর ঘটর ঘটাং ঘট্
ফাঁক বুঝে নিবি, কথা গুঁজে দিবি, বেরুবে কবিতা, ফটাং ফট্ !
ছন্দ হারা ছন্নছাড়া বই থাকে ভরে বই এর তাক
ছন্দেতে লিখা “দাদ খানি চাল” আজও ভরে রাখে মন এর ফাঁক ।
আজও ক্ষণে ক্ষণে খনার বচন
লোক মুখে মুখে হয়ে প্রবচন
লাগছে যে কাজে কথার রতন
তাঁর চেয়ে হবি বড় কবি ?
রবি, নজরুল ছিল মশগুল, লিখতে ছন্দে ! বাজি ল’বি ?
না কি উনাদেরও বড় হবি ?
শোন্ কবি,
স্বয়ং খোদারও ছন্দ পছন্দ্ ! ছন্দে কুরআন্ ! পেলো নবী !!
বলে বাঁকা ঠোটে 'মিলন' কি ? কবি ?
ছন্দে লিখে ? ও তো ছড়াকার !
আমি বলি “ আহ্ হা, ছড়া না কবিতা
সেই ঝগড়ায় কি দরকার ?”
ছন্দই যার মন্দ, সে তো বন্ধ দুয়ারী কবিতা হে !
ছন্দে গন্ধে জীবন ব’ন্দে, বিশ্ব রাঙাল রবি রা যে !
ছন্দ ? ও তো নুন্ মশলা ! খাবি তরকারী ? ওকে ছাড়া ?
নুন্ ছাড়া রাধা খেয়ে দেখেছিস্ ? খাওয়া নয় ! ধরে গেলানো তা !
যদিওবা গেলে, বিরক্তি রাগ এ মুখ কূচকায় ? দেয় গালী ?
ছন্দ গন্ধ দিয়ে পাতে দিতি ! দেখ্ তি ! ও চেটে খেতো থালি !
আঁত্লামী করে লিখা ভারে ভড়ে, বইটা ভরালি ? ছন্দ বাদ ?
কাজে না লাগুক, মনে না থাকুক ! মিটলেই হ'ল লিখার সাধ ?
ছন্দেই চলি , ছন্দেই বলি ! লিখছিস্ ? বসে রাত ও দিন ?
লিখতে বসার আগে তো বসা, মনঘরে ছন্দের মেশিন !
ছন্দ মেশিন চালা রাত দিন, ঘটর ঘটর ঘটাং ঘট্
ফাঁক বুঝে নিবি, কথা গুঁজে দিবি, বেরুবে কবিতা, ফটাং ফট্ !
ছন্দ হারা ছন্নছাড়া বই থাকে ভরে বই এর তাক
ছন্দেতে লিখা “দাদ খানি চাল” আজও ভরে রাখে মন এর ফাঁক ।
আজও ক্ষণে ক্ষণে খনার বচন
লোক মুখে মুখে হয়ে প্রবচন
লাগছে যে কাজে কথার রতন
তাঁর চেয়ে হবি বড় কবি ?
রবি, নজরুল ছিল মশগুল, লিখতে ছন্দে ! বাজি ল’বি ?
না কি উনাদেরও বড় হবি ?
শোন্ কবি,
স্বয়ং খোদারও ছন্দ পছন্দ্ ! ছন্দে কুরআন্ ! পেলো নবী !!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন