মৃত্যুদন্ড
মৃত্যুদন্ড কার্যকর করতে পারেন!
নিব পিষে ফেলার অপেক্ষাতেই আছি। ইওর অনার!
ফ্লাশব্যাকে যে ঘটনা তার বিবরণে পাশবিক
বলেই খালাস!
অথচ কিভাবে বেড়ে উঠেছিল অস্থিরতা
সেই রাতে। ঘৃণার মটরবাইক
একসাথে তুলে
দিযেছিল আনাড়ি আজ্ঞাপালনে।
এখনও কাপড় সরালে স্থায়ী মুদ্রিত শোকসংবাদ
তোমাদেরই লিখতে হবে।
কলমটা আর নাড়াবেন না। কালি ঝরে যেতে পারে।
ভাঙ্গতে পারেন। ইওর অনার!
আবারও বলছি! ও চলে গেছে পাথর বিন্যাসে।
মৃত্যুদন্ড কার্যকর করতে পারেন!
নিব পিষে ফেলার অপেক্ষাতেই আছি। ইওর অনার!
ফ্লাশব্যাকে যে ঘটনা তার বিবরণে পাশবিক
বলেই খালাস!
অথচ কিভাবে বেড়ে উঠেছিল অস্থিরতা
সেই রাতে। ঘৃণার মটরবাইক
একসাথে তুলে
দিযেছিল আনাড়ি আজ্ঞাপালনে।
এখনও কাপড় সরালে স্থায়ী মুদ্রিত শোকসংবাদ
তোমাদেরই লিখতে হবে।
কলমটা আর নাড়াবেন না। কালি ঝরে যেতে পারে।
ভাঙ্গতে পারেন। ইওর অনার!
আবারও বলছি! ও চলে গেছে পাথর বিন্যাসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন