কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

সোমবার, ১৫ অক্টোবর, ২০১২

জিনাত জাহান খান

কোমল নৈরাশ্য

আতঙ্কের আরব্ধ সৌন্দর্যে

অসহনীয় আরাধ্য তাই
চেপে রাখি নিজেকে , গিলে ফেলি
ব্যাকুল কন্ঠে অন্ধকারে ক্রন্দন ধ্বনি
স্হিতিবোধ নেই ব্যাখ্যাত জগতে
স্বাবলম্বী জন্তুরাও জেনে গেছে আজ ,
বাকী থাকে -
ঢালুতে দাঁড়ানো বৃক্ষ , সেই পথ

দিনের পর দিন কিংবা কাল হেঁটেছিলাম ।
আছে সেই রাত্রি নিখিল পূর্ন বাতাসের
ভক্ষ্য হয় আমাদের মুখ ,
শূন্যতা ছুঁড়ে দাও বাহু থেকে
যে শূন্যে নিঃশ্বাস নাও , তাঁর মাঝে
বিস্তীর্ন বায়ুর স্বাদ বুঝে নিয়ে পাখিরা
হবে উড্ডীন আরো উত্‍সাহে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন