কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

সোমবার, ১৫ অক্টোবর, ২০১২

সোমদত্তা গোস্বামী

স্মৃতি বলে কিছু নেই


হঠাৎ-ই এসেছিলে ঝড়ের মত

হঠাৎ-ই চলে গেলে রেখে বেদনা ক্ষত
তোমার সাথে লিখে লিখে কথা
তারি মাঝে উজাড় করা না পাওয়ার ব্যাথা
ভেবেছি তোমায় কি ছুঁয়ে দেখা যায়
সম্পর্কেই নেই তার আবার দায়
তুমি হারিয়ে গেছো
একদিন যেতেই আজ কিম্বা কাল
শুধু একবার এসে দেখে যাও
আমি বেসামাল
কাল সারারাত বসেছিলাম
তোমার আশায়
বুঝলাম নতুন করে
ভালবাসা চোখের জলে ভাসায়
অনুভব করলাম নতুন করে
তুমি জেগে আছো আমার রাত জাগা
চোখের শিশিরে
নতুন করে জানলাম বিরহে ভালবাসা বাড়ে
পূর্ণিমার রাত ভেসে গেল
শ্রাবনের ঝড়ে
সারাদিন কাজের মাঝে চোখের জল মুছে
ভুলে থাকার ছল
স্মৃতি বলে কিছু নেই
আছে শুধু দু'চোখের জল


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন