ধোঁয়াশা
এমনভাবে ডাকো,
সাড়া দেওয়ার কথা খুঁজে পাইনা,
এমনভাবে ডাকো,
কাছে না এসে পারিনা।
পেয়েছি, যা কিছুর জন্য উদ্গ্রীব অপেক্ষা,
হয়তো পাইনি, কিন্তু কোওশিস ছাড়িনি।
সূর্যাস্ত হবার পর, পাখিরা যেমন ঘরে ফেরে,
আমিও কেমন যেন আনমনা হয়ে
আকাশের নানা রঙের আবেশে,
নিজেকে হারিয়ে ফেলি।
তাকে কি বলে অন্বেষণ নাকি অবগাহন -জানিনা।
নিজেরে হয়তো ভুলে, স্বপ্নের জগতে ডুব দেই,
সাড়া দিলেও তোমায় স্পর্শ করতে পারিনা।
তুমি আলিঙ্গন করে থাকো বাহুডোরে,
আমি তবু অজানা, অচেনা, কেঁদে উঠি ডুকরে।
অর্বাচীন অলকেই হৃদয়ে, লাটাইহীণ অবস্থায় ছাড়ি,
বইয়ের পাতায়-
বিকেলের রোদরাঙ্গা মেঘে -
জীবনের গোলকধাঁধায়,
কখনো আনন্দ উত্তাল
কভু সবকিছু ছন্নছাড়া, উথাল-পাথাল।
তুমি এমনভাবে ডাকো -
মাঝরাতে ঘুমের অতলে -
স্বপ্নের মায়াজালে মন্ত্রমুগ্ধ আমি
ইশারায় তোমাকে ডাকি।
তুমি হয়তো শুনতে পাওনা,
বৃক্ষের আড়ালে-আবডালে
কতো আলো, কতো ছায়া -
কতো ভালোবাসা;
তবু হাত বাড়ালে স্পর্শহীন।
বলতে ইচ্ছে করে কতো কী?
চিনি কি তোমায়? জানিনা!!!
এমনভাবে ডাকো,
সাড়া দেওয়ার কথা খুঁজে পাইনা,
এমনভাবে ডাকো,
কাছে না এসে পারিনা।
পেয়েছি, যা কিছুর জন্য উদ্গ্রীব অপেক্ষা,
হয়তো পাইনি, কিন্তু কোওশিস ছাড়িনি।
সূর্যাস্ত হবার পর, পাখিরা যেমন ঘরে ফেরে,
আমিও কেমন যেন আনমনা হয়ে
আকাশের নানা রঙের আবেশে,
নিজেকে হারিয়ে ফেলি।
তাকে কি বলে অন্বেষণ নাকি অবগাহন -জানিনা।
নিজেরে হয়তো ভুলে, স্বপ্নের জগতে ডুব দেই,
সাড়া দিলেও তোমায় স্পর্শ করতে পারিনা।
তুমি আলিঙ্গন করে থাকো বাহুডোরে,
আমি তবু অজানা, অচেনা, কেঁদে উঠি ডুকরে।
অর্বাচীন অলকেই হৃদয়ে, লাটাইহীণ অবস্থায় ছাড়ি,
বইয়ের পাতায়-
বিকেলের রোদরাঙ্গা মেঘে -
জীবনের গোলকধাঁধায়,
কখনো আনন্দ উত্তাল
কভু সবকিছু ছন্নছাড়া, উথাল-পাথাল।
তুমি এমনভাবে ডাকো -
মাঝরাতে ঘুমের অতলে -
স্বপ্নের মায়াজালে মন্ত্রমুগ্ধ আমি
ইশারায় তোমাকে ডাকি।
তুমি হয়তো শুনতে পাওনা,
বৃক্ষের আড়ালে-আবডালে
কতো আলো, কতো ছায়া -
কতো ভালোবাসা;
তবু হাত বাড়ালে স্পর্শহীন।
বলতে ইচ্ছে করে কতো কী?
চিনি কি তোমায়? জানিনা!!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন