কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

সোমবার, ১৫ অক্টোবর, ২০১২

সুপর্ণারঞ্জনা পর্না সরকার

রক্তাক্ত কলম

কেন এভাবে খুঁচিয়ে তুলে রক্তাক্ত করলে আমাকে

কেন তুলে দিলে কলমের মুখে এমন রক্ত...
বেশ তো ছিলাম প্রেম ভালোবাসায় সুপ্ত নরম
সাহস থাকলে সামনে এসে দাঁড়াও
মোকাবিলার জন্য তৈরি হও কঠিন সত্যের
দাঁতে দাঁত চেপে প্রস্তুত কঠিন লড়াই !

ভেবেছিলাম আর কিছু বলবো না কোনদিন

...

বেছে নিয়েছিলাম নিরাপদ অন্ধকার

মুখ ফিরিয়েছিলাম প্রকৃতি চাঁদ ভালোবাসার স্নিগ্ধতা
প্রিয়তমের নরম স্পর্সে খুঁজে পাইনি শান্তির বার্তা
কাউকে বোঝাতে পারিনি আপন হারানোর কষ্ট
পালিয়ে বাঁচতে চেয়েছি প্রিয় কবিতা !

তবু ফিরে আসতে হয় হৃদয়ের তাড়নায়

জীবন্ত কষ্ট-গুলো হয়ে ওঠে শব্দ সৈনিক
চোখের জলে বেরিয়ে আসে গলিত লাভা
অন্তঃস্থল থেকে বেরিয়ে আসতে চায় নীরব প্রতিবাদী
অজান্তে টের পাই সুপ্ত আগ্নেয়গিরির জেগে ওঠা
অপেক্ষা শুধু বিস্ফোরণ...
আর্তনাদ... বঞ্চনার মিলিত বিস্ফোরণ...
বাঁচতে হলে বাঁচো... পালিয়ে বাঁচো ধরাছোঁয়ার বাইরে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন