মন মৃত্তিকা
অনেক কষ্ট করে
তোমাকে তোমাকে পেতে হয়েছে....
যেখান থেকে তোমায় কুড়িয়ে পেয়েছি,
গভীর তলদেশের
গাঢ় অন্ধকারে তোমার জন্ম বলেই
মন মৃত্তিকা বলে ডাকতে
ইচ্ছে করে তোমায় ।
মন মৃত্তিকা,
জীবনকে যতটা সইজ করে
দেখছ তুমি-
আমি চলি উল্টো পথে...
তোমার চাওয়া তোমার পাওয়ার
সব উপকরণ আমার জানা নেই
তোমার মনের আদিমতার
কাছে পরাজিত আমি ।
মন মৃত্তিকা....
তোমাকে কাছে রেখে
অসংখ্য অনুভূতির সখ্যতা
গড়ে উঠলেও
কখন যে চলে যাও---
আমার দারিদ্র সীমারঅনেক উপরে ।
অনেক কষ্ট করে
তোমাকে তোমাকে পেতে হয়েছে....
যেখান থেকে তোমায় কুড়িয়ে পেয়েছি,
গভীর তলদেশের
গাঢ় অন্ধকারে তোমার জন্ম বলেই
মন মৃত্তিকা বলে ডাকতে
ইচ্ছে করে তোমায় ।
মন মৃত্তিকা,
জীবনকে যতটা সইজ করে
দেখছ তুমি-
আমি চলি উল্টো পথে...
তোমার চাওয়া তোমার পাওয়ার
সব উপকরণ আমার জানা নেই
তোমার মনের আদিমতার
কাছে পরাজিত আমি ।
মন মৃত্তিকা....
তোমাকে কাছে রেখে
অসংখ্য অনুভূতির সখ্যতা
গড়ে উঠলেও
কখন যে চলে যাও---
আমার দারিদ্র সীমারঅনেক উপরে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন