কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

সোমবার, ১৫ অক্টোবর, ২০১২

দেবদাস রায় (বাবুল)

মন মৃত্তিকা

অনেক কষ্ট করে

তোমাকে তোমাকে পেতে হয়েছে....
যেখান থেকে তোমায় কুড়িয়ে পেয়েছি,
গভীর তলদেশের
গাঢ় অন্ধকারে তোমার জন্ম বলেই
মন মৃত্তিকা বলে ডাকতে
ইচ্ছে করে তোমায় ।
মন মৃত্তিকা,
জীবনকে যতটা সইজ করে
দেখছ তুমি-
আমি চলি উল্টো পথে...
তোমার চাওয়া তোমার পাওয়ার
সব উপকরণ আমার জানা নেই
তোমার মনের আদিমতার
কাছে পরাজিত আমি ।
মন মৃত্তিকা....
তোমাকে কাছে রেখে
অসংখ্য অনুভূতির সখ্যতা
গড়ে উঠলেও
কখন যে চলে যাও---
আমার দারিদ্র সীমারঅনেক উপরে । 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন