মেঘ তুই ভালো থাক
মেঘেরা এখন শাদা
মেঘেদের মুখে কাশফুল হাসি
ভুলে গেছে ওরা কাঁদা।
মেঘ কালো দেখে কোথাও বেরুতে
আজ আর নেই বাধা।
মেঘ কি আমাকে পারিস শেখাতে হাসি!
অনেক হয়েছে আর ভুল না
আর কি রে ভালোবাসি?
মেঘ তোর কোলে রোদ
তুই মুখভার করিসনে আর
এ-আমার অনুরোধ।
তোকে আর আমি দেবোনা দীর্ঘশ্বাস
আমার কাছেই থাকুক না-হয় আমার সর্বনাশ।
মেঘ তোর ভেসে বেড়ানোটা ভালো খুব
আসিসনে কাছে ভয় পাস বুঝি
তোর জলে দেবো ডুব!
তোর যাওয়া আসা বিষনীলে ভাসা
রঙের তামাশা তোর কাঁদা হাসা
তোর ছুটোছুটি তোর ওড়াউড়ি
তবে মুখপুড়ি আমি কেন পুড়ি?
এমনটা চলবেকি—
কত কি পারিস কে না জানে তুই
আমাকে নেভানা দেখি!
মেঘ তুই ভালো থাক
ফটিক জলটা দিয়ে যা আমাকে
মেঘেরা এখন শাদা
মেঘেদের মুখে কাশফুল হাসি
ভুলে গেছে ওরা কাঁদা।
মেঘ কালো দেখে কোথাও বেরুতে
আজ আর নেই বাধা।
মেঘ কি আমাকে পারিস শেখাতে হাসি!
অনেক হয়েছে আর ভুল না
আর কি রে ভালোবাসি?
মেঘ তোর কোলে রোদ
তুই মুখভার করিসনে আর
এ-আমার অনুরোধ।
তোকে আর আমি দেবোনা দীর্ঘশ্বাস
আমার কাছেই থাকুক না-হয় আমার সর্বনাশ।
মেঘ তোর ভেসে বেড়ানোটা ভালো খুব
আসিসনে কাছে ভয় পাস বুঝি
তোর জলে দেবো ডুব!
তোর যাওয়া আসা বিষনীলে ভাসা
রঙের তামাশা তোর কাঁদা হাসা
তোর ছুটোছুটি তোর ওড়াউড়ি
তবে মুখপুড়ি আমি কেন পুড়ি?
এমনটা চলবেকি—
কত কি পারিস কে না জানে তুই
আমাকে নেভানা দেখি!
মেঘ তুই ভালো থাক
ফটিক জলটা দিয়ে যা আমাকে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন