শরৎস্মৃতি
টেবিলে নীরেন্দ্রনাথ
সিতাংশুর অন্ধকারে খুঁজছি বিস্মৃতির আকাশ
যদি ছুঁতে পারি সেই অদৃশ্য নামাবলী
স্মৃতি সমকাল আগামীর মুক্তোহার
বাঁধনহারা মনের শিউলী শরৎ
অসম্পূর্ণ যত অক্ষরমালা
এক অধ্যায় যোগসুত্র লিখে যাব ইতিহাসে;
পিতামহ,
চলো ফিরে যাই সে অন্ধকারে
সিতাংশু এখনো তোমার অপেক্ষায়
অমোঘ মৃত্যুর কাছাকাছি শান্তি খুঁজে বেড়ায়
আরোহন থেকে অবরোহনে, অবরোহন থেকে ...
বাতাসে ভেসে আসে কাশফুলঘ্রাণ
মন বলে -
আবার শৈশবেই ফিরে যাই।
টেবিলে নীরেন্দ্রনাথ
সিতাংশুর অন্ধকারে খুঁজছি বিস্মৃতির আকাশ
যদি ছুঁতে পারি সেই অদৃশ্য নামাবলী
স্মৃতি সমকাল আগামীর মুক্তোহার
বাঁধনহারা মনের শিউলী শরৎ
অসম্পূর্ণ যত অক্ষরমালা
এক অধ্যায় যোগসুত্র লিখে যাব ইতিহাসে;
পিতামহ,
চলো ফিরে যাই সে অন্ধকারে
সিতাংশু এখনো তোমার অপেক্ষায়
অমোঘ মৃত্যুর কাছাকাছি শান্তি খুঁজে বেড়ায়
আরোহন থেকে অবরোহনে, অবরোহন থেকে ...
বাতাসে ভেসে আসে কাশফুলঘ্রাণ
মন বলে -
আবার শৈশবেই ফিরে যাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন