স্মৃতিই আমায় ভালবাসে
ভবিষ্যতে কি স্মৃতি,
আমি কিছু জানিনা,
অতীতের স্বর্ন স্মৃতি,
ভুলতে কভু পারিনা ।
একা একা থাকলে বসে,
স্মৃতিগুলো কাছে আসে,
আমার একাকত্ব জীবনে,
স্মৃতিই আমায় ভালবাসে ।
ভবিষ্যতে কি স্মৃতি,
আমি কিছু জানিনা,
অতীতের স্বর্ন স্মৃতি,
ভুলতে কভু পারিনা ।
একা একা থাকলে বসে,
স্মৃতিগুলো কাছে আসে,
আমার একাকত্ব জীবনে,
স্মৃতিই আমায় ভালবাসে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন