কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

সোমবার, ১৫ অক্টোবর, ২০১২

অনন্যা ভট্টাচার্য

কবিতা

ঢেউ আসে আর যায় –
কিছু পায় – কিছু নেয় ;
তারপর কিছুকাল ,
স্বপ্ন থাকে ঘাটে – আষাঢ়ে ,
ছায়ার সাথে ঘরকন্না –

তাই দিয়ে ঘাট বাঁচে ।

আবার ঢেউ আসে –
আবার ঢেউ যায় ,
তৈরী হয় স্রোত – চক্রবৃদ্ধি হার ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন