শুভরাত্রি
আলোয় আমার চোখ ধাঁধালো,
আঁধার পথে পথ হারালো,
সঙ্গী ছায়াও মুখ ফেরালো, অবশেষে।
...
অচিন দেশের পথিক হয়ে
রঙ বেরঙের সিঁড়ি বেয়ে,
ঘুম বালিশে মুখটা গুঁজে
ফিরছি আমি খুঁজে খুঁজে
সুখপাখিটার সেই ঠিকানা, স্বপ্নদেশে।
আলোয় আমার চোখ ধাঁধালো,
আঁধার পথে পথ হারালো,
সঙ্গী ছায়াও মুখ ফেরালো, অবশেষে।
...
অচিন দেশের পথিক হয়ে
রঙ বেরঙের সিঁড়ি বেয়ে,
ঘুম বালিশে মুখটা গুঁজে
ফিরছি আমি খুঁজে খুঁজে
সুখপাখিটার সেই ঠিকানা, স্বপ্নদেশে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন