চৈতি হাওয়ায়
ঘুনধরা জীবনে -
শিউলি ফুলের হাসি কে ভালোবেসেছি
কাশফুলের সুঘ্রাণে মেতে উঠেছি
দিনান্তে সূর্য ডোবার পালে স্বপ্ন হাতরেছি
ভাঙ্গা বজ্র অস্তিত্বের দেয়াল ।
প্রেমহীন মিলনে -
প্রাণহীন ভালবাসার হাত ধরে হেঁটে এসেছি
অভিসম্পাতে পুতুল খেলায় মেতেছি
বৃষ্টিহীন মরুভূমিতে চোখের জলে আল্পনা এঁকেছি
নিলাম হয়ে যাওয়া ব্যক্তিত্বের খেয়াল ।
বিরহিনী কাননে -
কল্প মেঘে মেঘবালিকাকে পেতে চেয়েছি
চৈতি হাওয়ায় উড়ন্ত চুল দেখেছি
প টুপ শিশির ভেজা পথে হাত ধরে হেঁটেছি
আলাদা হয়ে জীবন আজ বেহাল ।
ঘুনধরা জীবনে -
শিউলি ফুলের হাসি কে ভালোবেসেছি
কাশফুলের সুঘ্রাণে মেতে উঠেছি
দিনান্তে সূর্য ডোবার পালে স্বপ্ন হাতরেছি
ভাঙ্গা বজ্র অস্তিত্বের দেয়াল ।
প্রেমহীন মিলনে -
প্রাণহীন ভালবাসার হাত ধরে হেঁটে এসেছি
অভিসম্পাতে পুতুল খেলায় মেতেছি
বৃষ্টিহীন মরুভূমিতে চোখের জলে আল্পনা এঁকেছি
নিলাম হয়ে যাওয়া ব্যক্তিত্বের খেয়াল ।
বিরহিনী কাননে -
কল্প মেঘে মেঘবালিকাকে পেতে চেয়েছি
চৈতি হাওয়ায় উড়ন্ত চুল দেখেছি
প টুপ শিশির ভেজা পথে হাত ধরে হেঁটেছি
আলাদা হয়ে জীবন আজ বেহাল ।
ঘুনধরা জীবনে -
উত্তরমুছুনপ্রেমহীন মিলনে -
বিরহিনী কাননে -