এই ভরা ভাদরে
যখন রুম ঝুম বৃষ্টি পরে
তখন তুমি আসো ধীর পায়ে ,
আমার স্মৃতির ভিড়ে |
মন বলে --
এই তো আছো তুমি পাশেই
আমায় বুকের মধ্যে টেনে নিয়ে
ভুলিয়ে দিয়েছো আমার সকল অবিন্যস্ত অভিমান -
চুম্বনে আদরে ঘনীভূত শ্বাসে মুছে দিয়েছো আমার সকল অশ্রু জল --
আমার চাতক তৃষ্ণা কে নিবাড়িত করে
আমায় ভাসিয়েছো তুমি বৃষ্টিস্নাত আগুনে
করেছো রচনা দীঘল প্রেম কাব্যের
এই ভরা ভাদরে --||
যখন রুম ঝুম বৃষ্টি পরে
তখন তুমি আসো ধীর পায়ে ,
আমার স্মৃতির ভিড়ে |
মন বলে --
এই তো আছো তুমি পাশেই
আমায় বুকের মধ্যে টেনে নিয়ে
ভুলিয়ে দিয়েছো আমার সকল অবিন্যস্ত অভিমান -
চুম্বনে আদরে ঘনীভূত শ্বাসে মুছে দিয়েছো আমার সকল অশ্রু জল --
আমার চাতক তৃষ্ণা কে নিবাড়িত করে
আমায় ভাসিয়েছো তুমি বৃষ্টিস্নাত আগুনে
করেছো রচনা দীঘল প্রেম কাব্যের
এই ভরা ভাদরে --||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন