ঝড়
খুবই কি প্রয়োজন ছিল
ঝড়ের হাওয়ার সঙ্গী হওয়ার
কি এত ক্ষতি হতো বলো ?
না হয় ভেসেই যেতাম বেনো জলে ,
মেঘের সিড়িতে পা রেখে দিতাম পাড়ি
ওই দূর আকাশে
যেখানে তারায় তারায় আঁকা আছে
আমারই স্বপ্নগুলো
এই ফুল যদি নাই ফুটতো সেদিন
কি এমন ক্ষতি ছিল ?
কোন এক দিন অগণন ফুলের ভিড়ে
বুনো ফুল হয়ে যদি ফুটি
চিনে নেবে কি সৌরভে আমায়?
নিস্তরঙ্গ এই জীবনে ভীষণ
আলোড়ন আজ
অধরা সেই সুখ খুজি নক্ষত্রের
আলোর আলোয়
এই অবেলায় অনুরাগে
কথারা নির্বাক।
আমার শব্দেরা তাই ত্রস্ত ব্যাকুলতায়
ছন্দ হারায় ।।
খুবই কি প্রয়োজন ছিল
ঝড়ের হাওয়ার সঙ্গী হওয়ার
কি এত ক্ষতি হতো বলো ?
না হয় ভেসেই যেতাম বেনো জলে ,
মেঘের সিড়িতে পা রেখে দিতাম পাড়ি
ওই দূর আকাশে
যেখানে তারায় তারায় আঁকা আছে
আমারই স্বপ্নগুলো
এই ফুল যদি নাই ফুটতো সেদিন
কি এমন ক্ষতি ছিল ?
কোন এক দিন অগণন ফুলের ভিড়ে
বুনো ফুল হয়ে যদি ফুটি
চিনে নেবে কি সৌরভে আমায়?
নিস্তরঙ্গ এই জীবনে ভীষণ
আলোড়ন আজ
অধরা সেই সুখ খুজি নক্ষত্রের
আলোর আলোয়
এই অবেলায় অনুরাগে
কথারা নির্বাক।
আমার শব্দেরা তাই ত্রস্ত ব্যাকুলতায়
ছন্দ হারায় ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন