নতুন পৃথিবী
হারিয়ে গেল স্বপ্ন ভরা নানান রঙের দিনগুলি
বদলে গেল মানুষগুলি আজ -
মন তা কেমন যেন খালি খালি
সবাই দেখ মোবাইল সাথে
কোলে নিয়ে ল্যাপটপ
প্রাণহীন দৃষ্টি নিয়েই খোঁজে কি সব!
কলেজ পড়ুয়া অফিস যাত্রী সবাই জীবন দৌড়ে ব্যস্ত
জিততে না পারলে জীবনে যেন ভুল হয়ে যাবে মস্ত
গুগুল জ্ঞানে পৃথিবী হাতের মুঠোয়
দায়িত্ব এড়ানো যথেষ্ঠ যে কোনো ছুতো-ই
বিশ্ব জুড়ে ঝর তুলেছে ফেস বুক জুড়ে প্রেমের নামতা
জীবন বাজি রেখে সদ্য কিশোরী অন্যাসে দেয় দাম টা
ছবি তুলে ফেস বুকে না দিলে মুখ দেখানো যায় না
ফ্রেন্ড লিস্ট-এ না থাকলে ভারী ইম্পর্টান্ট হয় না
ওয়াল থেকে ওয়ালে ঘুরেও নেই কোনো ক্লান্তি
জানিনা উন্ছবৃত্তিতে আছে কিসের শান্তি ....
মন খারাপ! ইনবক্স আছে! নেই কোনো চিন্তা
প্রেম প্রেম খেলে কেটে যায় সারা দিন টা
কাছের মানুষ আজ পর হয়ে যায়
দুরের মানুষ আসে কাছে
জীবন টাকে জালে ফেলে মানুষ মাছ হয়ে বাঁচে
সব হারিয়ে ইচ্ছেরা আজ যন্ত্রে হয়েছে বন্দী
দাম পেয়ে যায় অমানুষি ফিকির ফন্দি
হু লা লা লা ভার্চুয়াল আর রিয়াল ভাবনার হয়েছে আজ সন্ধি!!!
হারিয়ে গেল স্বপ্ন ভরা নানান রঙের দিনগুলি
বদলে গেল মানুষগুলি আজ -
মন তা কেমন যেন খালি খালি
সবাই দেখ মোবাইল সাথে
কোলে নিয়ে ল্যাপটপ
প্রাণহীন দৃষ্টি নিয়েই খোঁজে কি সব!
কলেজ পড়ুয়া অফিস যাত্রী সবাই জীবন দৌড়ে ব্যস্ত
জিততে না পারলে জীবনে যেন ভুল হয়ে যাবে মস্ত
গুগুল জ্ঞানে পৃথিবী হাতের মুঠোয়
দায়িত্ব এড়ানো যথেষ্ঠ যে কোনো ছুতো-ই
বিশ্ব জুড়ে ঝর তুলেছে ফেস বুক জুড়ে প্রেমের নামতা
জীবন বাজি রেখে সদ্য কিশোরী অন্যাসে দেয় দাম টা
ছবি তুলে ফেস বুকে না দিলে মুখ দেখানো যায় না
ফ্রেন্ড লিস্ট-এ না থাকলে ভারী ইম্পর্টান্ট হয় না
ওয়াল থেকে ওয়ালে ঘুরেও নেই কোনো ক্লান্তি
জানিনা উন্ছবৃত্তিতে আছে কিসের শান্তি ....
মন খারাপ! ইনবক্স আছে! নেই কোনো চিন্তা
প্রেম প্রেম খেলে কেটে যায় সারা দিন টা
কাছের মানুষ আজ পর হয়ে যায়
দুরের মানুষ আসে কাছে
জীবন টাকে জালে ফেলে মানুষ মাছ হয়ে বাঁচে
সব হারিয়ে ইচ্ছেরা আজ যন্ত্রে হয়েছে বন্দী
দাম পেয়ে যায় অমানুষি ফিকির ফন্দি
হু লা লা লা ভার্চুয়াল আর রিয়াল ভাবনার হয়েছে আজ সন্ধি!!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন