অন্তর্জাল এখন কবিতা চর্চার সবচে’ জীবন্ত ক্ষেত্র। এখানে প্রবীণ - নবীন সবাই আছেন। কবিতা পোস্ট করার পরেই পাঠকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া কবিতা কর্মীকে উদ্দীপ্ত করে তোলে। তিনি জেগে ওঠেন আরও একটা নতুন কবিতা লেখার বাসনায়। একদিকে নানা প্রতিষ্ঠান , প্রতিষ্ঠিত পত্রিকা , তোষামোদী চক্র- অন্যদিকে প্রাণের উচ্ছাস। আমরা অবাধ সৃষ্টিক্রিয়ার পক্ষে। এই প্রক্রিয়াকে গতি দিতে ‘পারিবারিক’ ব্লগ ম্যাগাজিন নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। একদল তরুন প্রচলিত ধারার বিপরীতে, পদলেহী সংস্কৃতির বিরুদ্ধে দ্রোহের পতাকা উড়িয়ে দিতে চাইছে।
জীবনযাপনের অন্য নাম হোক কবিতাযাপন। আমাদের স্বপ্ন, ক্রোধ, ভালোবাসা শব্দে শব্দে অনূদিত হোক। অতল খাদের কিনারা থেকে ফিরে এসে আবার আমরা কবিতায় আশ্রয় নেবো, বৈদিক মন্ত্রের সংহতিতে তৈরি হবে নতুন নতুন স্তোত্র - জীবনসংহিতা ।
সবাইকে শারদীয়া পূজা ও ঈদ উল্ আজহার শুভেচ্ছা ।
সরদার ফারুক
অতিথি সম্পাদক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন