আত্মপক্ষ
তোমরা ওপারের দিগন্ত পেরিয়ে সাগর ছুঁয়েছ
মুঠোর ঢেউতে ঝিনুক ফসকে উঠেছে লাল ফসফরাস
বালির কনা গুনতে গুনতে চশমা ভরেছে কালো ধোয়ায়
...
আর পাড়ার মোড়ে গলা উঁচিয়ে তোমরা বলেছো
"আমরা সমানাধিকারেই বিশ্বাসী"..
শরীরী অহংকারে ফেলেছো জেদের রক্তছাপ
মুখ লুকিয়ে কৃষ্ণকলি বিসর্জন দিয়েছে মনের নীল..
পর্দা ছিড়তে হয়ত গেছে ওরা..
তবু সে পর্দাই হয়েছে ওদের শহীদ মিনার.
তোমরা ওদের ছাই গোমুখের জলে ভাসিয়ে বলেছো
"আমরা সমানাধিকারেই বিশ্বাসী.."
বারাঙ্গনা বলেছো ওদের বাঁচার সঞ্চয়কে
নি:সংকোচে উপেক্ষা করেছ
বনলতাদের মধ্যে বাড়তে থাকা আলোর পথযাত্রীকে
সব খুইয়ে ওরা কিস্তিমাতেই সমর্পণ করেছে ওদের অস্তিত্ব..
তোমরা সাদা কালোয় ঘুঁটি সাজাতে সাজাতে
তাও চিত্কার করে বলেছো
"আমরা সমানাধিকারেই বিশ্বাসী.."
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন