কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

সোমবার, ১৫ অক্টোবর, ২০১২

বিদিশা সিনহা

একদিন সমস্ত ঝড়ও থেমে যায়


একদিন সমস্ত ঝড়ও থেমে যায়

থেমে যায় ধূলো ওড়া উড়ি
পাখির কূজন
সমস্ত শুরু ও শেষের মধ্যবর্তী সুতোয়
কোনো এক বিন্দুতে
শীত গ্রীষ্ম বর্ষা ও হেমন্তের টানাপোড়েনে
ভিজতে থাকি একা
আর অপলক দেখি
এক ডানা ঝাপটানো দলছুট পাখি
তার চোখে লেগে থাকা আকাশের খুদ
আর ডানার প্রান্ত থেকে ঝরে পড়া ঘামের বুদবুদে
অজস্র রাগ দুঃখ কবিতার সুখ
অথচ ফুলে ওঠা ঢেউ নিশ্চুপে নেমে গেলে
সব হওয়ায় মিলিয়ে যায় একের পর এক
আর অপূর্ব শূণ্যতা শুধু নিঃশব্দে ঝরে পড়তে থাকে
এহেন শূণ্যতায় আমি শুনি প্রাণ, প্রাণের অলক্ষ্য কুয়াশা-
আসলে সব কিছু জীবন্ত মর্মর
সমস্ত সম্পর্ক, মান ও সঞ্চয়, অচ্যুত বোধ, লক্ষ্য অলক্ষ্য
জীব ও জড়ের প্রাণ, প্রাণের বিন্যাস, প্রাণের ঋতু বৃত্ত ও আয়ু
আর এই অগুন্তি শুরু ও শেষের ঢেউএ
আমি ভাসতে থাকি খড়
আর ভাসতে ভাসতে তবু
গোলাপের মত ভালবাসা ঝরে গেলে
মরমে দরজায় রাখি হাত
যদি ফিরে আসি
যদি ফিরে আসে ডাক! 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন