কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

সোমবার, ১৫ অক্টোবর, ২০১২

সৌমিত্র চক্রবর্তী

জঙ্গলের রাত্রি

একসুরে একটানা কেঁদে চলেছে রাত্রি।

আকাশচুমু খাওয়া গাছের চওড়া পাতার বুকে
আছড়ে পড়ছে জল,
বিরহীনি রাত্রির আকাশ চোখের কোল
ছলকে বেড়িয়ে আসে রক্তকণা।
ঝমঝম ব্যান্ড বাজিয়ে কোথায় যেন
অভিসারে চলেছে একাকী সজারু।
গর্ভবতী রিডলের প্রেমিক
দাই সেজে বসে আছে সমুদ্রপাড়ে,
এখুনি জন্ম নেবে আরো এক বিপন্ন নতুন।
ভীষণ মনখারাপের আবেশ রিনিরিনি
ছেয়ে ফেলে জীর্ণ পাতার কুটির,
একমনে লাল ভাত রেঁধে যায়
আস্কাবাসী আদিম জঙ্গলবন্ধু;
সতর্ক কান উদ্যত কোথাও
কি সঙ্কেত দিলো বুনো কুকুরের দল!
অঝোর কান্নায় কাতর জঙ্গল
গুমগুম দীর্ঘশ্বাস ছাড়ে।
সে চিতল হরিনীরা লুকোলো কোথায়?
উচ্ছল জলতরঙ্গের নাচের নেশায়
যাকে ধাওয়া করে আজ এ মন
এ ঘন জঙ্গল জড়ায়!
টিমটিম কাঠের আগুনে
অবিশ্রাম রাত্রিকান্নায় মন বুঁদ হয়ে যায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন