কবিতা মদিরা
কর্ণফুলির জলে মদ ঢেলে দিয়েছি .....
যত পারো ........ ঢক ঢক করে আকন্ঠ খাও.....
কবিতা মহুলিতে নেশা করে নিয়েছি ...
নাও এবার আমায় তুমি সামলাও ।
ঝিম ধরা মদিরা গেলাসে গেলাসে
আকন্ঠ নিমজ্জিত মগ্ন অভিলাষে
কবিতারে করেছি তরণী
মেঘালি আকাশে দামিনী
উথাল পাতাল ঢেউ
অনুভব করে কেউ
ঝিমলী মহুলিয়া যামিনী ।।
অন্দর মহল সাজানো প্রেমিক লাগি
প্রেমের কাঁঠির ছোঁয়ায় ঘুমন্ত মানুষী ওঠে জাগি
যৌবনের তীব্র আকাঙ্খিত মিলন মাগি
নিকষ আঁধারে সমাজ বন্ধ ত্যাগী
হৃদয়ের কারুকাজে সাজি
মদিরতার ঠোঁট প্রেমিক স্পর্শে লাজি
রুম ঝুম ঝুম ঝুম রুম ঝুম ....
নুপুর শিঞ্জিত রমনী ভাঙ্গে পৃথিবীর ঘুম সুগন্ধ ছড়ানো অনুভবে ফুটে ওঠে হৃদয় কুসুম।
কর্ণফুলির জলে মদ ঢেলে দিয়েছি .....
যত পারো ........ ঢক ঢক করে আকন্ঠ খাও.....
কবিতা মহুলিতে নেশা করে নিয়েছি ...
নাও এবার আমায় তুমি সামলাও ।
ঝিম ধরা মদিরা গেলাসে গেলাসে
আকন্ঠ নিমজ্জিত মগ্ন অভিলাষে
কবিতারে করেছি তরণী
মেঘালি আকাশে দামিনী
উথাল পাতাল ঢেউ
অনুভব করে কেউ
ঝিমলী মহুলিয়া যামিনী ।।
অন্দর মহল সাজানো প্রেমিক লাগি
প্রেমের কাঁঠির ছোঁয়ায় ঘুমন্ত মানুষী ওঠে জাগি
যৌবনের তীব্র আকাঙ্খিত মিলন মাগি
নিকষ আঁধারে সমাজ বন্ধ ত্যাগী
হৃদয়ের কারুকাজে সাজি
মদিরতার ঠোঁট প্রেমিক স্পর্শে লাজি
রুম ঝুম ঝুম ঝুম রুম ঝুম ....
নুপুর শিঞ্জিত রমনী ভাঙ্গে পৃথিবীর ঘুম সুগন্ধ ছড়ানো অনুভবে ফুটে ওঠে হৃদয় কুসুম।
Just Awesome!!! Too Romantic poem .... Beautiful one!!!
উত্তরমুছুন