কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

সোমবার, ১৫ অক্টোবর, ২০১২

পুণ্যশ্লোক দাশগুপ্ত

কবিদের ২২গজ -২


উসকানি দিওনা কবি মৃদু চিমটি কেটোনা পঙ্ক্তির

আমার উজ্জয়িনী স্বর্গ-গণিকা মিঠে-জহরের কলি
ঘুমে কতো নিদান রয়েছে,দেখেছি পালতোলা কবির আকাশ
মৃদু-মর্মর প্যারিসের চাঁদ কাজরিকে দেয় আতসবাজীর প্রেম
উচ্চনিনাদ উচ্চনিনাদ পাগলা ঘন্টি শ্লেষ,আমাকে দিওনা ট্রাপিজ
কবি হে, রসহীন তন্তুবায় তুমি তাকিয়ে আছো যুবতী উত্তেজনা
কবি হে, হারেমের খুব কাছে রাতটুকু জটিল রঙচটা দাম্পত্য-জীবন
কবি হে, ফরাসি মদের নটরাজ তুমি পরমানুবিদ্যুত তুমি মতলবি ঝাঁপ
কবি হে, চমৎকার উড়িয়ে দলাম খাজুরাহো অসংগতির আঁচে,ধরো ধরো
নারীর চুমুতে কল্পনা মাখি মশগুল তরবারি

কবিরা মৃত পাখি ওজনে উঠেছে,কবির হ্যাংওভার দূষণের মাত্রা জানেনা


কবিকে পারমিট দাও ইন্ডিয়া,পারমিট দাও ,কবিরা ঢাকার রমনায় বলবে

‘চেল্লাচেল্লি করবো না, শুধু দশ পিঁপে মদে সাঁতার কাটবো’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন