কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

সোমবার, ১৫ অক্টোবর, ২০১২

যাযাবর জীবন

বীভৎস

কি বীভৎস সুন্দর তোর মুখচ্ছবিখানি

জ্বলে পুড়ে ছাই হয়ে যায় চোখ দুটি
চেয়ে থাকলে তোর পানে
তাই তো তোকে দেখতে চাই না।

কি বীভৎস উদ্ভিন্ন যৌবনা তোর দেহখানি

ধাক্কা লাগে মনের ভালো করে দেখতে গেলে
তোর যৌবন আগুন জ্বালায় চারিদিক পুড়িয়ে দিতে
তাই তো তোকে এখন আর চোখ মেলে দেখি না।

কি বীভৎস অশান্ত তোর মনখানি

পাগলা ঘোড়ার ছুটন্ত খুড়-শব্দ ভেসে আসে
তোর মনের লাগাম টেনে ধরা আমার কম্ম নয়
তাই তো তোর মনকে এখন আর ছুঁই না।

কি বীভৎস শীতল তোর হৃদয়খানি

মাইনাসের দুশ চল্লিশ ডিগ্রীর নিচে
তোর শীতলতায় যেন হিমবাহের ঠাণ্ডা
তাই তো এখন আর তোর হৃদয়ের স্পর্শ পাই না ।

অথচ কি বীভৎস করুণ তোর চাহনিখানি

কান্নার সাগর যেন ভেসে ওঠে ওখানে
তোর চোখে চোখ পড়লে
তাই তো চোখে চোখে কথা কই না।

আসলে সব আমারই দোষ

আমি বীভৎসতা সইতে পারি না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন