কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

সোমবার, ১৫ অক্টোবর, ২০১২

বিপ্লব গঙ্গোপাধ্যায়

আবহমান নীরবতা


অসম্পূর্ণ কথাগুলো আজও নির্বাক
স্তব্ধতার ওপারে সংকেতচিহ্নের দেওয়াল ঘেঁষে ।
প্রলাপের ভেতর থেকে জেগে ওঠার
কথা ছিল কবিতার..
নীলাঞ্জন লিখেছিল- তীব্র শব্দ চাই ।
অনর্গল প্রলাপ ও উন্মাদনা ।
রোদের মধ্যেও দুর্গন্ধ বাতাস
নীরবতা!
নীলাঞ্জন বলেছিল-কবিতা শুধু কবিতা চাই
নীরবতা!
আবহমান নীরবতার মধ্যে শব্দ হাতড়াতে
গিয়ে এক অলৌকিক নৈঃশব্দ খুঁজে পাই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন