কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

সোমবার, ১৫ অক্টোবর, ২০১২

মৌ দাশগুপ্তা

অনাঘ্রাত আকাশ

আকাশের গায়ে হাত রেখেছি স্পর্শসুখের লোভে,

বেদনার সাদা থান পড়া মন মুখর, মৌন ক্ষোভে।
ভাসমান মেঘ স্বপ্নে ছুঁয়েছে অসমান ঐ চাঁদ,
নিভৃতে তাই জোৎস্না পেতেছে আলো আঁধারির ফাঁদ।
পাথুরিয়া প্রাণ পেখম মেলেছে সুনিবিড় উল্লাসে,
মগ্ন রয়েছে মিথ্যের সাথে সুনিপুন সহবাসে।
উর্ণনাভ জাল হয়ে আজ আমায় ঘিরেছে যাতনা,
অসহায় তাই হাতড়ে বেড়াই,বৃষ্টির চোরাকান্না,
আকাশনীরে মন ভুলেছি পরশকাতর দুখে,
দুখবিলাসী চোখ ভরেছে কালের করাল শোকে।
সেই শোকেতেই আকাশ যে নীল,বেদনাবিধুর সাজ,
হাত বাড়ালেও অধরা আকাশ, অনাঘ্রাত আজ।। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন