মা যেন দুর্গা
বর্ষা নিয়েছে বিদায়
আকাশ ঘন নীল,
সাদা মেঘের চলাফেরা
যেন স্নিগ্ধতার মিছিল ।
জল ভরা দীঘিতে
শরতের চেনা মুখ,
কাশবনে বাতাস বয়
প্রাণে যোগায় সুখ ।
ভোরের ঝরা শিউলিতে
শিশিরের উজ্বল রূপটান,
কুমোর পাড়ায় সযত্নে
চলছে মায়ের চক্ষুদান ।
নতুন পাওয়া কাপড়ে
মন উদাসী সুবাস,
ছেলে বুড়ো সবার
মনে খুশির উচ্ছাস ।
নদী পারের পদ্মবনে
ফুল কত রাশি,
ভাবি তাই দেখে
মায়ের মুখের হাসি ।
ঢাকীপাড়ার মহড়া শুনে
সন্ধে যখন হয়,
তুলসীতলায় মাকে আমার
দুর্গা মনে হয় ।
বর্ষা নিয়েছে বিদায়
আকাশ ঘন নীল,
সাদা মেঘের চলাফেরা
যেন স্নিগ্ধতার মিছিল ।
জল ভরা দীঘিতে
শরতের চেনা মুখ,
কাশবনে বাতাস বয়
প্রাণে যোগায় সুখ ।
ভোরের ঝরা শিউলিতে
শিশিরের উজ্বল রূপটান,
কুমোর পাড়ায় সযত্নে
চলছে মায়ের চক্ষুদান ।
নতুন পাওয়া কাপড়ে
মন উদাসী সুবাস,
ছেলে বুড়ো সবার
মনে খুশির উচ্ছাস ।
নদী পারের পদ্মবনে
ফুল কত রাশি,
ভাবি তাই দেখে
মায়ের মুখের হাসি ।
ঢাকীপাড়ার মহড়া শুনে
সন্ধে যখন হয়,
তুলসীতলায় মাকে আমার
দুর্গা মনে হয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন