কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

সোমবার, ১৫ অক্টোবর, ২০১২

সুদীপ্ত কর

মা যেন দুর্গা

বর্ষা নিয়েছে বিদায়

আকাশ ঘন নীল,
সাদা মেঘের চলাফেরা
যেন স্নিগ্ধতার মিছিল ।

জল ভরা দীঘিতে

শরতের চেনা মুখ,
কাশবনে বাতাস বয়
প্রাণে যোগায় সুখ ।

ভোরের ঝরা শিউলিতে

শিশিরের উজ্বল রূপটান,
কুমোর পাড়ায় সযত্নে
চলছে মায়ের চক্ষুদান ।

নতুন পাওয়া কাপড়ে

মন উদাসী সুবাস,
ছেলে বুড়ো সবার
মনে খুশির উচ্ছাস ।

নদী পারের পদ্মবনে

ফুল কত রাশি,
ভাবি তাই দেখে
মায়ের মুখের হাসি ।

ঢাকীপাড়ার মহড়া শুনে

সন্ধে যখন হয়,
তুলসীতলায় মাকে আমার
দুর্গা মনে হয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন