কবিতার পরিবারের একমাত্র ব্লগজিন

এখনও পর্যন্ত  Website counter  জন ব্লগটি দেখেছেন।

সোমবার, ১৫ অক্টোবর, ২০১২

সরদার ফারুক

বিশেষ রচনা

কবিতা লেখা


কখনো কখনো কবিতা লেখাকে আমার মাছ ধরার সাথে তুলনা করতে ইচ্ছে হয় । আপনি ছিপ নিয়ে বসে আছেন পুকুরের পাশে । হয়তো অনেকক্ষণ পর একটু ফাৎনা নড়ে উঠলো , আপনি ছিপটা টান দিলেন - কিছুই উঠলোনা । চতুর মাছ টোপ খেয়ে পালিয়ে গেছে । অথবা কখনো দেখলেন আস্ত বড়শিটাই গায়েব - কাছিম কিংবা কাঁকড়ার কাজ । আপনি জানেন না , মাছ পাবেন কিনা , তবু ছিপ নিয়ে বসে থাকতেই হবে। মাঝে মাঝে আপনার মনে হতে পারে আপনি যেন কখনোই লেখেননি , অথবা আর কখনোই লিখতে পারবেন না । সে বড় কষ্টের কাল । আত্মবিশ্বাস তলানিতে গিয়ে পৌঁছায় । তবে যারা চেষ্টা-কবি বা সেয়ানা কবি - তাদের কোন অসুবিধা নেই ।তারা যে কোন বিষয় ঠিক করে , আগে থেকে অভিধান থেকে কিছু শব্দ বের করে, নিয়মে সাজিয়ে কারখানার মতো উৎপাদন চালিয়ে যান । কবিকে থাকতে হয় অপেক্ষায় -কখন আসবে সেই বুনো হাওয়ার গোপন প্ররোচনা ,বেপরোয়া চিত্তবিকার! আমার মনে হয় খুব যুক্তিবাদী এবং সুস্হির লোকেদের জন্য কবিতা না। কবিতা কিছু যুক্তিহীন আবেগ ও বিশৃঙ্খলাকে ধারণ করতে চায় । সেয়ানারা জাগতিক সাফল্যও চায় ,আবার কবিখ্যাতিও চায় । চারপাশে তাই দেখবেন আমলা কবি , ব্যবসায়ী কবির ভিড়। স্তুতি , খ্যাতি ,পদক এদের পায়ের কাছে গড়াগড়ি খায়। প্রকৃত কবির এসবের দরকার নেই। তার চাই আনন্দ -দিগ্বিজয়ী সম্রাটের আনন্দ ।

কারো কারো কাছে কবিতা লেখার পুরো বিষয়টাই একটা দুরারোগ্য ব্যাধি বলে মনে হয় - লোকনিন্দা , উপহাস যার একমাত্র পুরষ্কার ! হতে পারে , তবু অনেকেই এই অসুখ পুষে যাবে আমরন - ‘অসম্ভবের পায়ে’ মাথা কুটে মরবে। ধরা দাও, ধরা দাও ‘অধরা মাধুরী’ ছন্দোবন্ধনে!

1 টি মন্তব্য: